‘উজ্জ্বল’ ব্রাইট, দশজনে খেলে গোয়াকে রুখে দিল ইস্টবেঙ্গল
ম্যাচের ৫৭ মিনিটে অধিনায়ক ফক্সের লাল কার্ডের ফলে দশ জন হয়ে যায় এসসি ইস্টবেঙ্গল। তা সত্ত্বেও শক্তিশালী গোয়ার সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করেই মাঠ ছাড়ল ফাওলার ব্রিগেড। প্রতিকূল পরিস্থিতিতে জ্বলে উঠলেন লাল-হলুদ সমর্থকদের প্রিয় ‘উজ্জ্বলদা' ব্রাইট এনোবাখারে।