গতকাল রাজ্য সরকার দ্বারা বিজ্ঞপ্তি জারি করে কেবলমাত্র WBCS(Exe) অফিসারদের জন্য যে নতুন বেতনক্রম ও অন্যান্য সুবিধা প্রদানের কথা ঘোষণা করা হয়েছে তা নিয়ে WBCS(Exe) অফিসারদের সঙ্গে একই ও সমতুল পরীক্ষা দিয়ে আসা আরো ছ'টি সার্ভিসের সদস্যদের মধ্যে তীব্র অসন্তোষ দেখা দিয়েছে।
পাবলিক সার্ভিস কমিশনের দ্বারা পরিচালিত একই পরীক্ষার মাধ্যমে রাজস্ব, খাদ্য, শ্রম, এমপ্লয়মেন্ট, সমবায় এবং অডিট একাউন্ট সার্ভিসের মোট 4000 অফিসারদের ফোরামের পক্ষ থেকে এই বৈষম্য দূর করে সকলের জন্যই এক বেতনক্রম ও অন্যান্য সুবিধা চেয়ে মাননীয়া মুখ্যমন্ত্রীর সাক্ষাত চেয়ে দাবিপত্র পেশ করা হয়েছে। এই সকল অফিসাররা আজ রাজ্যব্যাপী কালো ব্যাজ পরে বৈষম্যের প্রতিবাদ জানাচ্ছেন। অফিসারদের বড় অংশ মনে করছেন এই বৈষম্য না দূর হলে কর্মক্ষেত্রে বিরূপ প্রভাব পড়তে পারে।
আজ এ বিষয়ে নিউ সেক্রেটারি বিল্ডিং এ বেলা 2 টায় রাজ্যব্যাপী কর্মসূচির অঙ্গ হিসেবে অফিসারদের সমাবেশ ছিল।
Recent Comments: