গোঘাট ২ নং ব্লকের পশ্চিমপাড়া গ্রাম পঞ্চায়েতের নির্মান সহায়ক দেবকুমার মন্ডলকে শারীরিক নিগ্রহের প্রতিবাদে বৃহস্পতিবার হুগলী জেলা পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন আধিকারিকের কাছে ডেপুটেশন জমা দিলেন হুগলী জেলা পঞ্চায়েত ডিপ্লোমা ইঞ্জিনিয়ার অ্যাসোসিয়েশন। এদিন সংগঠনের নেতৃবৃন্দ জানান সম্প্রতি নির্মান সহায়ক দেবকুমার মন্ডল পঞ্চায়েত অফিসের মধ্যেই আক্রান্ত হয়েছন। এ ঘটনা শুধুমাত্র গোঘাটের নয় গোটা জেলা জুড়েই একাধিক পঞ্চায়েত এলাকায় নির্মান সহায়কদের সাথে এরকম জঘন্য আচরণ নিত্যনৈমিত্তিক ঘটনা হয়ে গেছে। আমরা এ বিষয়ে সম্প্রতি গোঘাট ব্লকের বিডিওর সুবিচার চেয়ে আবেদন ও করেছিলাম। সুরাহা না মেলায় হুগলী জেলার পঞ্চায়েত ও গ্রামউন্নয়ন আধিকারিকের কাছে সুবিচারের জন্য এসেছি। আমাদের একটাই দাবী দোষীদের ধরে উপযুক্ত শাস্তির ব্যাবস্থা করতে হবে। এদিন প্রতিনিধি দলে ছিলেন সংগঠবের জেলা সম্পাদক শুভ্রজ্যোতি মন্ডল, জেলা নেতা সৌরভ ঘোষ সহ অন্যান্য নেতৃবৃন্দ।
Recent Comments: