ঠিক দুদিন পরেই কাশ্মীরে ডিস্ট্রিক্ট ডেভলপমেন্ট কাউন্সিল নির্বাচন। আর ঠিক এই সময়েই ফের সন্ত্রাসবাদী হামলা কাশ্মীরের শ্রীনগরে। বুধবার এইচএমটি অঞ্চলে টহল দিচ্ছিল সেনাবাহিনী। সেই সময় অতর্কিতে হামলা চালায় সন্ত্রাসবাদীরা৷ গুলি চালাতে শুরু করে। ঘটনাটি ঘটে অবন শাহ চক এলাকায়। এই ঘটনায় গুরুতর আহত হন ২ জওয়ান। তৎক্ষণাৎ তাঁদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাঁদের মৃত্যু হয়।
এই ঘটনার পর পুরো এলাকা ঘিরে ফেলা হয়েছে৷ এখনো পর্যন্ত এই হামলার দায় স্বীকার করেনি কোনো জঙ্গি সংগঠন।
Recent Comments: