বৃহস্পতিবার ৮০তম সর্বভারতীয় প্রিসাইডিং অফিসারদের সম্মেলনে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন তিনি ভিডিও কনফারেন্সে বেশ কিছু গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন।
তিনি বলেন, দেশে কয়েক মাস পরপরই কোনো না কোনো নির্বাচন হয়। কিন্তু তার প্রভাব সরাসরি গিয়ে পড়ে উন্নয়নের কাজে। উন্নয়ন বাধাপ্রাপ্ত হয়। লোকসভা, বিধানসভা, পঞ্চায়েত নির্বাচন বিভিন্ন সময়ে হওয়ার ফলে দেশে বারবার প্রিসাইডিং অফিসারদের আলাদা আলাদা ভোটার তালিকা নিয়ে কাজ করতে হয়। এটা সময় অপচয় ও উন্নয়নে বাধা ছাড়া আর কিছুই নয়। তাই ভারতে প্রয়োজন ‘এক দেশ, এক নির্বাচন।'
Recent Comments: