জন্মসূত্রে ভারতীয় হলেও বিদেশের মাটিতেই পৌষালির বেড়ে ওঠা। বিয়ের কিছু দিন আগে মা-বাবার কাছে পৌষালি আবদার করে সে বিয়ে করতে চায় নিজের দেশের মাটিতেই, নিজের পৈতৃক বাড়িতে। কোনো এক অজানা কারণে তার বাবা কিছুতেই রাজি ছিলেন না তার প্রস্তাবে, কিন্তু হার মানেন স্ত্রীর যুক্তি এবং কন্যার অনুরোধের কাছে। ফ্লাইটে আসার পথে কে যেন পৌষালির কানের কাছে ফিসফিস করে বলে যায় ভারি অদ্ভুত একটি শব্দ, 'উপরতি'---- কী অর্থ এই শব্দের? কেই বা তাকে বলে যায় এই কথা? সে কি স্বপ্ন নাকি সত্যি?
গত আন্তর্জাতিক কলকাতা বইমেলায় 'দ্য কাফে টেবল' প্রকাশনী থেকে প্রকাশিত হয় মিথিল ভট্টাচার্য্য রচিত অতিলৌকিক গল্প সংকলন 'মরা গাছের দোলনাটা এবং...'। পাঠকমহলে বিপুল সমাদৃত হয় গ্রন্থটি, 'উপরতি' গল্পটিও এর ব্যতিক্রম নয়।
উপরিউক্ত সব প্রশ্নের উত্তর রইল মিথিল ভট্টাচার্য্যের লেখা সেই অতিলৌকিক গল্পটিতেই, ১ নভেম্বর দুপুর একটায় রেডিও মির্চির সানডে সাসপেন্সে পাঠ হবে গল্পটি।
আগ্রহীদের জন্যে রইল ইউটিউব লিংক:
https://m.youtube.com/watch?v=KwVlG6SQhUs
Recent Comments: