বৃহস্পতিবার কেন্দ্রীয় নীতির বিরোধিতায় দেশজোড়া ধর্মঘটের দিনে দিনে মাঝেরহাট ব্রিজ অবিলম্বে চালুর দাবিতে বিজেপির মিছিল ঘিরে ধুন্ধুমার ঘটে। তারাতলায় গার্ডরেল ভেঙে বিক্ষোভ দেখায় বিজেপি। পাল্টা লাঠিচার্জ করে পুলিশ। আটক হয় বেশ কয়েকজন বিজেপি কর্মী ও সমর্থক। আটক হন কৈলাস বিজয়বর্গীয়ও। তাঁকেও ধরে বাসে তোলে পুলিশ। কিছুক্ষণ পর অবশ্য তাকে ছেড়ে দেওয়া হয়।
এই ঘটনায় গেরুয়া শিবিরকে আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, রেল অনুমতি দেয়নি, তাই ৯ মাস ধরে অপেক্ষা করতে হয়েছে আমাদের। এই ৯ মাস বিজেপি কী করছিল? যেই ভোট আসছে ওমনি মিটিং-মিছিল। ভোটের সময় বাইরে থেকে ভাষণ দিতে চলে আসে। এই যে কৈলাস বিজয়বর্গীয়কে পুলিশ গ্রেফতার করেনি, তাও বলছে গ্রেফতার। ভোটের সময় যারা গুন্ডামি করতে আসে, তারা বহিরাগত। বাংলায় বহিরাগতদের কোনও জায়গা নেই।
রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস বলেছেন, প্রতি পদে রেলের অব্যবস্থা ও হেনস্থা না থাকলে আমরা এই ব্রিজ আরও দ্রুত শেষ করতে পারতাম। যারা বাংলাকে বঞ্চিত করার চেষ্টা তাদের এই বিক্ষোভ শোভা পায় না।
Recent Comments: