পিছিয়ে পড়ে দুর্দান্ত প্রত্যাবর্তন নর্থ ইস্ট ইউনাইটেডের। খেলা শুরুর ৫ মিনিটের মধ্যেই সিডোনচার গোলে এগিয়ে গিয়েছিল কেরালা ব্লাস্টার্স। বিরতির ঠিক আগেই পেনাল্টি থেকে দলের দ্বিতীয় গোল করে ব্যবধান বাড়িয়ে দিলেন গ্যারি হুপার। অনেকেই ধরে নিয়েছিলেন কেরালা জিততে চলেছে। কিন্তু ৯০ মিনিটের পরে সম্পূর্ণ বদলে গেল স্কোরলাইন। ২-২ গোলে ড্র করে মাঠ ছাড়তে হল কিভুর দলকে।
বিরতির পরে ৫১ মিনিটের মাথায় আপিয়া হাইল্যান্ডারদের হয়ে প্রথম গোল করে ব্যবধান কমান। আক্রমণ-প্রতি আক্রমণের ম্যাচে খেলার একদম শেষ লগ্নে ইদ্রিশা সিইল্যার গোলে সমতা ফেরায় নর্থ ইস্ট। পেনাল্টি পেয়েছিল নর্থ ইস্টও। কিন্তু পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হন নর্থ ইস্টের কেওসি আপিয়া। এই গোলটি হলে হয়তো ২ পয়েন্ট মাঠে ফেলে আসতে হত না নর্থ ইস্টকে।
Recent Comments: