মালদা: ইংরেজ বাজার থানার পুলিশ অফিসারের নামে ফেসবুকে ফেক অ্যাকাউন্ট খুলে টাকা চাওয়ার অভিযোগ।
সাইবার ক্রাইম পুলিশ স্টেশনে অভিযোগ দায়ের।ইংরেজবাজার থানার কর্মরত সামসুদ্দিন আনসারীর নামে ফেক আইডি খোলা হয় বলে অভিযোগ। এই বিষয়ে ASI সামসুদ্দিন আনসারী জানান,মঙ্গলবার সকালে বন্ধু-বান্ধবদের ফোন মারফত তিনি বিষয়টি জানতে পারেন। তার স্ত্রী অসুস্থ বলে তার বন্ধুবান্ধবের কাছে ফেক ফেসবুক আইডির মেসেঞ্জার থেকে টাকা দাবি করা হয়। এরপরই তিনি সাইবার ক্রাইম থানার পুলিশে একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
Recent Comments: