২৬/১১ হামলায় মৃতদের উদ্দ্যেশে শ্রদ্ধা জানালেন অনুপম খের। পুলিশ, সেনা এবং সাধারণ মানুষ ওই হামলায় সাহসিকতার সঙ্গে মোকাবিলা করেছেন যাঁরা, তাঁদের প্রতিও শ্রদ্ধা জানান তিনি। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে তিনি বলেন ২৬/১১/২০০৮-এ মুম্বাইয়ের ঘটনা শুধু ভারতীয়রা নয়, সারা বিশ্ব কখনই ভুলবে না। এই ঘটনায় যারা নিজেদের প্রাণ দিয়েছেন তাঁদের কথা নিজেদেরও ভোলা উচিত নয়, অপরকেও ভুলতে দেওয়াও উচিত নয়।
অনুপম খের ছাড়াও এই দিন ২৬/১১ মৃতদের উদ্দ্যেশে শ্রদ্ধা জানান প্রতীক বব্বর। সোশ্যাল মিডিয়া পোস্টে তিনি লেখেন ওই ঘটনায় যারা নিজেদের প্রাণ দিয়েছিলেন, যাঁদের জন্য আজ আমরা বেঁচে আছি, তাঁদের কথা আমরা যেন কখনও ভুলে না যাই।
রবিনা ট্যান্ডন তাঁর পোস্টে হ্যাশট্যাগ ২৬/১১ উল্লেখ করে লেখেন ‘নেভার ফরগেট।
নেভার ফরগিভ’।
এই হামলায় প্রাণ হারিয়েছিলেন অভিনেতা আশিস চৌধুরীর বোন মনিকা ও তাঁর স্বামী অজিত ছাবড়িয়া। আজ একটি আবেগঘন পোস্টে তাঁদের স্মরণ করলেন আশিস। ২৬/১১ হামলায় দ্য ওবেরয় ও ট্রাইডেন্ট হোটেলে মৃত ব্যক্তিদের মধ্যে ছিলেন আশিস-এর বোন ও তাঁর স্বামী।
Recent Comments: