রাঙা মাটির দেশে
বাউলের সাহচর্যে না এলে জীবনদর্শনের অর্থ জানতেও পারতাম না। জীবনের আকর কী? বিশ্বব্রহ্মাণ্ডে যা আমাদের দেহ ভাণ্ডেও তাই অন্তর্নিষিক্ত। পঞ্চ ইন্দ্রিয় আর ষড় রিপুর সম্মিলিত এই দেহ মনের থেকে আলাদা। জীবন যেন বিনি সুতোর মালা। অনুসন্ধিৎসু হৃদয় চোখ মেলে গাঁথুনি সুতো অন্বেষণে কাটিয়ে দেয় অনেকটা সময়। আমার আমিকে আমরা খুঁজে বেড়াই... খুঁজে বেড়াই মনের মানুষকে। ধরতে পারলে সত্যি শেকল পরাতাম পায়ে। ঠিকানা তো জানা নেই। সকল ইন্দ্রিয় একই দেহে উপস্থিত থাকলেও অপরজন সংযোগ করতে পারে না যথাযথ ভাবে। তাই সারাজীবন আমরা হন্যে হয়ে খুঁজি মনপাখিকে। যারা সন্ধান পায় তারা নিষ্কাম জীবনদর্শনের অমৃতসুধা পান করে আর যারা পায় না তারা খুঁজে পাবে না জেনেও নিরর্থক ছটফট করে মরে আমৃত্যু। জীবনের অর্থ জীবন অতিবাহিত করার মর্মার্থ পরতে পরতে ধরিয়ে দেয় একতারা... সুরে ঝংকারে মন উদাস হয়... নিমেষে জীবন খাতার পাতা উলটে দেখতে ইচ্ছে হয় কী নিয়ে এলাম, কী ফেলে এলাম, হারিয়ে ফেললাম কত কী সামনে এগোতে গিয়ে, কতকিছু ধরতে পেলাম না নিজের অজান্তেই, জীবনের কতটা আর বাকি।