ফ্যাশানে মাস্ক
অনলাইন বাজারে ঢুঁ মারলেই দেখা মিলবে হরেক রকম মাস্কের। নারী, পুরুষ এমনকী বাচ্চাদের জন্যও পেয়ে যাবেন ডিজাইনার মাস্ক। যে সকল ফ্যাশান হাউস মূলত ছেলের পোশাক তৈরি করে তারা শার্টের সঙ্গে ম্যাচিং মাস্ক সেট হিসেবেই বিক্রি শুরু করল, তবে চাইলে পাওয়া যাচ্ছে পৃথক ভাবেও। শিশুদের জন্য তৈরি মাস্কে থাকছে তাদের প্রিয় কাটুর্ন চরিত্র। তবে বিশেষ ভাবে নজর কাড়ছে মহিলাদের জন্য তৈরি মাস্কগুলি। প্রাত্যহিক ব্যবহারের জন্য রয়েছে প্রিন্টেড কাপড়ের তৈরি মাস্ক। ফর্মাল পোশাকের জন্য বানানো হয়েছে একরঙা, চেকস অথবা স্ট্রাইপড মাস্ক। জমকালো অনুষ্ঠানে জরি, চুমকির কাজ করা ব্রোকেডের মাস্ক এখন ‘ফ্যাশানে ইন’।