বিনিয়োগ
একটি আইপিও বিস্তৃতভাবে দুটি অংশ নিয়ে গঠিত। প্রথমটি, প্রস্তাবটির প্রি-মার্কেটিং পর্ব আর দ্বিতীয়টি, প্রাথমিক পাবলিক অফার। যখন কোনো সংস্থা আইপিওতে আগ্রহী হয়, তখন এটি বিডের মাধ্যমে আন্ডার রাইটারদের বিজ্ঞাপন দেয়। আবার কিছু ক্ষেত্রে এটি আগ্রহ প্রকাশের জন্য জনসাধারণের কাছে বিবৃতিও দিতে পারে।
আন্ডার রাইটাররা আইপিও প্রক্রিয়া পরিচালনা করে এবং সংস্থাটি তাদের দ্বারা নির্বাচিত হয়। আইপিও প্রক্রিয়াটির বিভিন্ন অংশকে সহযোগিতামূলকভাবে পরিচালনা করতে কোনো সংস্থা এক বা একাধিক আন্ডার রাইটার বেছে নিতে পারে। আন্ডার রাইটাররা আইপিওর প্রতিটি ক্ষেত্রে আইপিওটির যৌক্তিকতা, ডকুমেন্ট প্রস্তুতি, ফাইলিং, মার্কেটিং এবং আইপিওটিইস্যু করার সঙ্গে জড়িত।