কেন্দ্রীয় সরকারের 'কৃষি আইন' আসলে 'কৃষি বিরোধী আইন'- এইরূপ অভিযোগে সারা দেশব্যাপী কৃষক আন্দোলন চলছে দীর্ঘদিন ধরে। এরমধ্যেই 'ইন্ডিয়ান ফারমার্স ফার্টিলাইজার কো-অপারেটিভ' কৃষি কাজে ব্যবহৃত সারের দাম এক ধাক্কায় ৪৫-৫৮% বৃদ্ধি করল।
কৃষিকাজে সর্বাধিক ব্যবহৃত প্রায় প্রত্যেকটি সারের দামই বৃদ্ধি করা হয়েছে।
৫০ কেজি 'ডি-অ্যামোনিয়াম ফসফেট' -এর দাম ১২০০ টাকা থেকে ৫৮% বৃদ্ধি পেয়ে হয়েছে ১৯০০ টাকা।
'এনপিকেএস ১০:২৬:২৬' -এর দাম ১১৭৫ টাকা থেকে হয়েছে ১৭৭৫ টাকা।
'২০:২০:০:১৩' -এর দাম ৯২৫ টাকা থেকে হয়েছে ১৩৫০ টাকা।
'১২:৩২:১৬' -এর দাম ১১৮৫ টাকা থেকে হয়েছে ১৮০০।
যদিও 'ইন্ডিয়ান ফারমার্স ফার্টিলাইজার কো-অপারেটিভ' -এর মুখপাত্রের দাবি, সারের মূল্য বৃদ্ধিতে সরকারের কোনও হস্তক্ষেপ নেই।
এক ধাক্কায় ব্যাপক হারে সারের মূল্য বৃদ্ধিতে মাথায় হাত কৃষকদের।
Recent Comments: